খেলা

বর্তমান ক্লাব নিয়ে বিশ্বাসঘাতকার অভিযোগ রোনালদোর, শাস্তির কথা ভাবছে ম্যানইউ!

ম্যানচেস্টার ইউনাইটেড আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এমন অভিযোগ তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই মৌসুমের গ্রীষ্মে ম্যানেজার এরিক টেন হ্যাগ নাকি তাকে দল থেকে তাড়ানোরও চেষ্টা করেছিলেন। এক সাক্ষাৎকারে তার বর্তমান ক্লাব নিয়েই এমন ভয়াবহ অভিযোগ তুললেন এই পর্তুগিজ তারকা।

রোনালদো জানিয়েছেন, ‘শুধু কোচ নয়। ক্লাবের আশেপাশের এক-দু’জনও আমাকে ক্লাব থেকে বের করে দিতে চাইছে।’

রোনালদো অবশ্য অভিযোগ করলেও কারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের নাম খোলসা করেননি। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কে বা কারা আমি জানি না। কারণ আমি বিষয়টিকে গুরুত্বও দেই না। তবে সকলের সত্যিটা জানা প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই আমি সত্যিটা বলছি। হ্যাঁ, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। অনেকেই চান না আমি দলে থাকি। এই মৌসুমে শুধু নয়, গত বছরেও এমন আচরণের শিকার হতে হয়েছিল আমাকে।’

এরপর আরও একধাপ এগিয়ে তার মন্তব্য, ‘স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর এখনও পর্যন্ত সাফল্য পায়নি ম্যান ইউ। ওলের (সোলসকায়ের) সময়টাকে উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। কীভাবে ওকে ম্যান ইউ বসিয়ে দিলো। পরিবর্তে রাঙ্গনিককে স্পোর্টিং ডিরেক্টর করা হল। যার পরিচয় স্পষ্টভাবে কেউই জানে না। এরকম একজনকে ইউনাইটেডের মতো একটা বড় ক্লাব নিয়ে আসছে। এটা শুধু আমি না, বিশ্বের কোনও ফুটবল সমর্থকই এটা চিন্তাও করতে পারেনি।’

রোনালদোর করা এমন অভিযোগের ভিত্তিতে ক্লাবের পক্ষ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে রোনালদোর বিরুদ্ধে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ক্রিশ্চিয়ানো রোনালদো সাক্ষাৎকারের বিষয়টি, মিডিয়া কভারেজের বিষয়টি নজরে রেখেছে। ক্লাব সমস্ত তথ্য পূর্ণাঙ্গভাবে যাচাই করবে। সমস্ত তথ্য প্রতিষ্ঠিত হওয়ার পরেই তারপর ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে এর উত্তর দেওয়ার বিষয়ে। আমাদের লক্ষ্য স্থির। আর তা হলো মৌসুমের দ্বিতীয় ভাগের জন্য প্রস্তুতি। আমাদের মোমেন্টাম ধরে রাখাই উদ্দেশ্য। প্রতিটি ফুটবলার, ম্যানেজার, স্টাফ এবং সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস এবং একাত্মতা গড়ে তোলা হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Back to top button