খেলা

বর্ণবাদী আচরণের শাস্তি পেল জুভেন্টাস

মাঠে খেলা চলাকালীন সময়ে সমর্থকদের বর্ণবাদী আচরণের জন্য শাস্তি পাচ্ছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

গত মঙ্গলবার ইতালীয় কাপের সেমিফাইনালে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ইন্টার মিলানের বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। ম্যাচে লুকাকুকে বর্ণবাদী আক্রমণ করেন জুভ সমর্থকরা। সমর্থকদের এমন আচরণের দায়ে শাস্তি ভোগ করতে হচ্ছে তুরিণের ক্লাবটিকে।

শাস্তি হিসেবে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনার নিচের ভাগের স্ট্যান্ডের দক্ষিণের অংশ এক ম্যাচে বন্ধ রাখতে হবে জুভেন্টাসের।

এদিকে বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে গোল করার পর স্বাগতিক ভক্তদের চুপ থাকতে ইশারা দেন লুকাকু। এজন্য ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয় বেলজিয়ান তারকাকে। লাল কার্ড দেখার শাস্তি হিসেবে পরের এক ম্যাচে খেলতে পারবেন না লুকাকু। যা নিশ্চিত করেছে সংস্থাটি।

সেসঙ্গে খেলা শেষে মাঠ ছাড়ার সময় টানেলে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড পাওয়া ইন্টার মিলানের গোলরক্ষক সামির হান্দানোভিচ ও হুয়ান কুয়াদ্রাদোকেও শাস্তি ভোগ করতে হচ্ছে। জুভ তারকা কুয়াদ্রাদোকে তিন ম্যাচ ও ইন্টার গোলরক্ষক হান্দানোভিচকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button