বন্দুকযুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলার আসামী, টেকনাফে ডাকাত নিহত।

চট্টগ্রামের সীতাকুন্ডের উত্তর বাঁশবাড়িয়ায় গরীবের ডাক্তার খ্যাত ডা. শাহ আলম হত্যাকান্ডের প্রধান আসামি নজির আহমেদ সুমন র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এদিকে কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ছলিম নামে এক ডাকাত নিহত হয়।
সীতাকুন্ডের বাঁশবাড়িয়ায় এক আসামীকে নিয়ে অভিযানে যায় র্যাব। এসময় সন্ত্রাসীরা গুলি করলে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে নাজির আহমেদ সুমন ওরফে কালু ডাকাতের মৃতদেহ ও অস্ত্র উদ্ধার করা হয়। নিহত সুমন চাঞ্চল্যকর ডা. শাহ আলম হত্যাকান্ডের মূল আসামী বলে জানায় র্যাব।
এদিকে টেকনাফের কেরুনতলী এলাকায় বন্দুকযুদ্ধে ছলিম নামে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ জানায় ভোরে আসামী নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। এসময় পাল্টা গুলি ছুঁড়লে নিহত হয় ছলিম। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়। তিন পুলিশ সদস্য আহত হয়।