জাতীয়

বঙ্গবন্ধু অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন : ঢাবি ভিসি

বঙ্গবন্ধু অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

রোববার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, যতদিন পৃথিবী টিকে থাকবে, ততদিন বঙ্গবন্ধুর আদর্শ বেঁচে থাকবে। বঙ্গবন্ধু যা বিশ্বাস করতেন, তা-ই সাহসিকতার সঙ্গে বাস্তবায়ন করতেন। সব পরিস্থিতিতে তিনি দেশের কথা ভেবেছেন। সংগঠনের জন্য তিনি মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বিদেশি শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে আসতো।

অধ্যাপক মাকসুদ বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ, শিশুদের বাংলাদেশ। বর্তমানে সাম্প্রদায়িকতার নামে যারা বিভ্রান্তি চড়াচ্ছে, তারা অতীতেও ছিল। তাদের অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না।

Related Articles

Leave a Reply

Back to top button