জাতীয়

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার প্রধান আসামি আরমান গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৮ মার্চ হেফাজতের চালানো তাণ্ডবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের মামলার প্রধান আসামি আরমান আলিফকে (২২) গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (৫ এপ্রিল) বিকালে র‍্যাব-১৪ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়।

গ্রেফতারকৃত আরমান আলিফ (২২) নাসিরনগত উপজেলার ফুলকারকান্দি এলাকার শুকুর মিয়ার ছেলে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, রবিবার (৪ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।ভিডিও ফুটেজ দেখে বঙ্গবন্ধুর ম্যুরালে হামলাকারীদের সনাক্ত করা হয়। আসামি আরমান পরিচয় গোপন করার উদ্দেশ্যে চুল দাড়ি কেটে ফেলে। তবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

Related Articles

Leave a Reply

Back to top button