রাজনীতি

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র চলছে: তোফায়েল

সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বাভাবিকভাবে চলছিল, হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোলা হানাদার মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মডেল মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী বক্তব্য দিচ্ছেন, তারা সবাই পড়ালেখা জানা লোক। তাদের বলছি, পৃথিবীর বহু ইসলামিক রাষ্ট্রে ভাস্কর্য রয়েছে। তা দেখে আসুন তারপর মন্তব্য করুন। এ সময় তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান জানান।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষের অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। বক্তব্য রাখেন,  জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার কায়সার, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button