রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটির শ্রদ্ধা

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবনির্বাচিত নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ (ইনান) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন।

আজ বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নবনির্বাচিত নেতারা।

এ সময় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতাকর্মীরা এবং ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফের (ইনান) নাম ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button