রাজনীতি

বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের নানা আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে, কেক কাটা, আতশবাজি উত্সব, সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

১৬ মার্চ রাত ১১ টায় কলাবাগান ক্রীড়া চক্রের সন্মুখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা অ্যাডঃ জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ এক ও অভিন্ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উদযাপন করছে। মুক্ত মনে মুক্ত ধারায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে অপেক্ষমাণ জাতি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছে বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের এই দিন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ দিন। আমাদের জীবদ্দশায় আমরা এই দিবস পেয়েছি। আমরা ধন্য, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়বই গড়বো। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সচেতন হতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব, এই হোক আমাদের শপথ।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

 

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু।


১৭ মার্চের প্রথম প্রহরে ০০ঃ০১ মিনিটে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করে সংগঠনের নেতাকর্মীরা। পরে আতশবাজি ফুটিয়ে এবং ফানুস উড়িয়ে উত্সব আনন্দে মেতে উঠে অসংখ্য নেতাকর্মী। নেতাকর্মীদের গগনবিদারী শ্লোগানে মুখরিত হয় অনুষ্ঠানস্থল।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Back to top button