রাজনীতিরাজশাহি

বগুড়ায় যুবদলের কমিটিতে পদধারী যুবলীগ-ছাত্রলীগ!

গেল ৩ ফেব্রুয়ারি বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের বগুড়া জেলা কমিটি ঘোষণা হয়েছে। ঘোষিত কমিটিতে যুবলীগ-ছাত্রলীগের পদধারীরাও স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ী নেতাও কমিটিতে স্থান পেয়েছেন! এ নিয়ে তোলপাড় চলছে।

তথ্যমতে, বগুড়া জেলা ও শহর যুবদলের সদ্যঘোষিত কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্ততপক্ষে ১৫ নেতাকর্মী স্থান পেয়েছেন। এরমধ্যে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচজন রয়েছেন।

বগুড়া জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট কমিটির পাশাপাশি পৌর কমিটিও ঘোষণা করা হয়েছে। বগুড়া জেলা যুবদলের সভাপতি হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম। জেলা ছাত্রদলের আরেক সভাপতি আবু হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ওই কমিটির অনুমোদন যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে দেওয়া হয়েছে।

এদিকে, বগুড়া জেলা যুবদলের কমিটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ, নিন্দা ও সমালোচনার ঝড় চলছে। অনেকে বলছেন, ঘোষিত কমিটিতে স্থান পাননি ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা। তাই প্রতিবাদে সরব হয়েছেন অনেকে।

বগুড়া জেলা যুবদলের কমিটিতে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের যে পাঁচজন পদ পেয়েছেন। তারা হলেন, সুজাউল ইসলাম সুজা (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), মো. ইনসান (স্বাস্থ্যবিষয়ক সম্পাদক), ফয়সাল ইসলাম (তথ্যপ্রযুক্তি যোগাযোগ ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক), গোলাম মোস্তফা (মৎস্য ও পশুপালনবিষয়ক সম্পাদক), মাসুদ রানা ( সহ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক)। এ ছাড়া, আওয়ামী লীগ পরিবারের সন্তান ও আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ী শ্রী সুজিত প্রসাদ শহর যুবদলের ১ নম্বর সদস্য করা হয়েছে।

অন্যদিকে, বগুড়া যুবদলের কমিটিতে ‘হাইব্রিড’ নেতারাও স্থান পেয়েছেন। তারা হলেন, আহসান হাবীব সেলিম (সহ-সাংগঠনিক সম্পাদক), আল মাহমুদ প্রিন্স (সহ-কোষাধ্যক্ষ) মাহমুদুল হাসান জিতু (সহ-আইনবিষয়ক সম্পাদক)।

আওয়ামী লীগের টানা ক্ষমতায় দলটি এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন নেতাকর্মীদের সঙ্গে তাদের সখ্যতার নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ওইসব ছবিতে দেখা গেছে, এসব ‘হাইব্রিড’ নেতাদের আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও দলটির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ ছাড়া, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণও করেছেন।

বগুড়া যুবদলের একটি সূত্র জানায়, জেলার নবগঠিত যুবদলের শহর শাখায় ব্যবসায়ী শ্রী সুজিত প্রসাদকে ১ নম্বর সদস্য করা হয়েছে। সুজিত প্রসাদ বগুড়ার নামাজগড় ডালপট্টীর আওয়ামী লীগ পরিবারের বড় ব্যবসায়ী।

সূত্র জানায়, সুজিত প্রসাদ আওয়ামী লীগের আমলে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে এককভাবে ডাল ব্যবসার সিন্ডিকেট চালিয়েছেন। এতে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। এখন ভোল পাল্টিয়ে বগুড়া যুবদলের জাহাঙ্গীর আলম ও আবু হাসানকে ‘ম্যানেজ’ করে শহর যুবদলের কমিটির পদ বাগিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে পদবঞ্চিত কয়েকজন জানিয়েছেন, যুব দলের শীর্ষ নেতারা পদ বাণিজ্য করেছেন। তারা মোটা অঙ্কের টাকা নিয়ে ফ্যাসিবাদের দোসরদের যুবদলে পদ দিয়েছেন।

বগুড়া জেলা বিএনপি নিউজ নামের একটি ফেসবুক পেজেও বগুড়া জেলা যুবদলের কমিটি বাণিজ্য নিয়ে এক পোস্টে লেখা হয়েছে, আওয়ামী লীগ থেকে যুবদল হওয়ার মহোৎসব চলছে পদ বাণিজ্য। কমিটিতে ওইসব কাদের পদ দিয়েছেন। সবাই জানে ওরা আওয়ামী লীগের নেতাকর্মী।

জাহাঙ্গীর আলম ও আবু হাসান কতো টাকার বিনিময়ে তাদের পদ দিয়েছেন। এতে আরও লেখা হয়েছে, বগুড়া জেলা যুব দলের ওই কমিটির প্রায় ৪০ ভাগ আওয়ামী লীগের পান্ডাদের নেওয়া হয়েছে। কমিটি দ্রুত বিলুপ্তি ঘোষণা করতে হবে। দলের অনেক যোগ্য ছেলেদের বঞ্চিত করা হয়েছে।

কমিটি বিতর্ক বিষয়ে বগুড়া জেলা যুবদলের নতুন সভাপতি জাহাঙ্গীর আলম বলেছেন, যে দুয়েকজনের বিষয়ে কথা উঠেছে, তারা যুবদল ও ছাত্রদলের সঙ্গে জড়িত ছিলেন। পরিবারও বিএনপির রাজনীতি করে। পদ না পেয়ে একটি মহল টাকা নিয়ে কমিটিতে স্থান দেওয়ার মিথ্যা অভিযোগ করছে।

Related Articles

Leave a Reply

Back to top button