জাতীয়সাহিত্য ও বিনোদন

বইমেলায় শিশু প্রহর উদ্বোধন

অমর একুশে বইমেলা-২০২৪ এর শিশু প্রহর উদ্বোধন হয়েছে। এবারের বইমেলায় শিশু প্রহর শুরু হয় শুক্রবার বেলা ১১টায়।

বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা শিশু চত্বরে শিশু প্রহর উদ্বোধন করেন। শিশু প্রহরের অনুষ্ঠানের আয়োজন করেছে সিসিমপুর।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি নরুল হুদা বলেন, প্রতিটি শিশুকে জন্মের পর থেকে শব্দের সঙ্গে পরিচিত করতে হবে। তাহলে শিশুরা ধীরে ধীরে পড়তে শিখবে। সিসিমপুর কোনো একটি ভাষার শব্দ নয়, সব ভাষার শব্দ, সিসিমপুর সারাবিশ্বের শব্দের সঙ্গে শিশুদের পরিচয় করাচ্ছে।

তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশকে বই পড়ার দেশে পরিণত করতে চাই। পড়বো বই গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে বই পড়তে হবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button