জাতীয়

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতালকে অভিনন্দন শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের নব নিযুক্ত প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতালকে অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনা লিখেছেন, বাংলাদেশ সরকার, জনগণ ও তাঁর নিজের পক্ষ থেকে ‘ফরাসি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ায় আপনাকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।’

বাংলাদেশ ফ্রান্সের সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্ব দেয় পুনরুল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক গণতন্ত্র, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক শান্তির অভিন্ন মূল্যবোধের গভীরে প্রোথিত।’

শেখ হাসিনা বলেন, প্রেসিডেন্ট ম্যাখোঁ ও তিনি কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার জন্য ২০২১ সালে তাঁর প্যারিস এবং ২০২৩ সালে ম্যাঁখোর ঢাকা সফরের সময় তাদের পারস্পরিক সহযোগিতার জন্য একটি নতুন দিক নির্দেশনা দিয়েছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা বহুমুখী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি সংকট, আন্তর্জাতিক শান্তি বজায় রাখা ও টেকসই উন্নয়নের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘আমি অনুভব করি যে-বিদ্যমান অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাণিজ্য, বিনিয়োগ, পানি সম্পদ উন্নয়ন, বিমান চালনা, প্রতিরক্ষা, জলবায়ু কর্মসূচি ও জ্ঞান ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে নতুন সহযোগিতার প্রচুর সম্ভাবনা রয়েছে।’

শেখ হাসিনা দায়িত্ব পালনকালে ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতালের সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ ও ফ্রান্সের জনগণের পারস্পরিক স্বার্থে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button