জাতীয়

ফেসবুক-টুইটারে প্রধানমন্ত্রীর কোনো অ্যাকাউন্ট নেই: প্রেস উইং

ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে তার প্রেস উইং। ভুয়া কোনো অ্যাকাউন্ট দেখে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, এ টুইটার অ্যাকাউন্টটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই।

শেখ হাসিনা নামে একটি ভুয়া ভেরিফায়েড টুইটার আইডির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করা হলো।

Related Articles

Leave a Reply

Back to top button