জাতীয়

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সিসিক কর্মকর্তার আত্মহত্যা

সিলেট মহানগরীর তালতলা এলাকার সুরমা টাওয়ার থেকে পড়ে মো. বুরহান উদ্দিন নামে সিলেট সিটি করপোরেশনের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে ভবনের নিচে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

মো. বুরহান উদ্দিন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাইপার কেরামতনগর এলাকার মো. আব্দুল মজিদের ছেলে। তিনি সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার অফিস সহকারী হিসেবে কাজ করতেন।

মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি আত্মহত্যা করার কথা জানান এবং সবার কাছে ক্ষমা চান।

সিলেট মেট্রোপলিটনের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বুরহানের আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button