খেলা

ফেব্রুয়ারি মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত জয়সওয়াল

ভারতীয় তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল, আইসিসির ফেব্রুয়ারি মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ তথা মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। মাসসেরার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে।

জয়সওয়াল ভারতীয় ক্রিকেটের নয়া সেনসেশন বললেও বাড়াবাড়ি হবে না। ক্যারিয়ারে মাত্র ৯ টেস্ট খেলে আইসিসির ব্যাটার র‌্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দাপুটে সিরিজ জয়েও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

ফেব্রুয়ারিতে জয়সওয়াল বেশ কিছু রেকর্ড গড়েছেন। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ও বিনোদ কাম্বলির পর তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন। গতমাসে তিনি ১১২ গড়ে রান করেছেন ৫৬০। তাতে ছিল ২০টি ছক্কা।

Related Articles

Leave a Reply

Back to top button