খেলা

ফেবারিট তকমা গায়ে চড়িয়েই বিশ্বকাপে ব্রাজিল, নেইমার সেরাদের মধ্যে: রিচার্লিসন

আর মাত্র কয়েক দিন বাকি বিশ্বকাপ ফুটবলের। বরাবরের মতো ব্রাজিল হট ফেবারিট তকমা গায়ে চড়িয়েই বিশ্বকাপে যাচ্ছে।

আর সেলেসাওদের হেক্সা মিশনের স্বপ্ন সারথি নেইমার।

নেইমারের সতীর্থ রিচার্লিসন পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, ‘আপনি পছন্দ করুন আর না করুন, নেইমার সেরাদের একজন।’

টটেনহ্যাম ফরোয়ার্ড রিচার্লিসন ‘ইউরোস্পোর্ট’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, নেইমারকে তারা আইকন হিসেবেই দেখেন। তার জন্যই নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন বলে জানালেন এই ফরোয়ার্ড।

রিচার্লিসন বলেন, ‘নেইমার পছন্দ করার মতো একজন মানুষ। তিনি এমন একজন যাকে আমি শ্রদ্ধা করি, আমার সত্যিকারের আইডল। মাঠে তার সঙ্গে খেলতে পারা দারুণ, কারণ তিনি সবসময় আমাদের ক্লিয়ার গোল সিচুয়েশনে নিয়ে আসেন।’

‘আমি তাকে অনেক সম্মান করি। আপনি তাকে পছন্দ করেন কিংবা না করেন, নেইমার সেরাদের একজন, অসাধারণ খেলোয়াড়। তাই আমরা তাকে স্বস্তি এনে দিতে সব কিছু করতে রাজি’-যোগ করেন রিচার্লিসন।

৩০ বছর বয়সী নেইমার ট্রেনিংয়ের সময়ও ভীষণভাবে মাতিয়ে রাখেন জানিয়ে রিচার্লিসন বলেন, ‘নেইমার ম্যাচ-ওরিয়েন্টেড প্লেয়ার। তবে ট্রেনিং সেশনে তিনি অনেক ভারমুক্ত এবং হালকা থাকেন। যখন তিনি খেলেন, তখন প্রতিপক্ষকে চ্যালেঞ্জে ফেলতে পছন্দ করেন।’

Related Articles

Leave a Reply

Back to top button