
প্রতিনিধি ফুলবাড়ি (দিনাজপুর): চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু করে দেখানোর মধ্যে যেমন আছে আনন্দ, তেমনি তৃপ্তি। আবার যদি পাশে পাওয়া যায় কোনো বন্ধুকে, তাহলে তা কথাই নেই।
বন্ধুর সঙ্গেই তো গড়ে ওঠে বিশ্বাস এবং বোঝাপড়ার সম্পর্ক। তবে এই সম্পর্ক কখানো হয় মধুর, কখনো বা তেঁতো। কিন্তু দিনাজপুরের ফুলবাড়ির তিন বন্ধুর সম্পর্কটা মধুর চেয়েও যেন মিষ্টি! তারা একে অপরের বন্ধুত্বকে বিশ্বাসের ওপর ভর করে গড়ে তুলেছে একটি ব্যবসায়িক ভিত। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি-সেই প্রবাদ বাক্যটিকেও যথার্থ প্রমাণ করেছেন।
এরা হলেন ফুলবাড়ি উপজেলার বেতদিঘি ইউনিয়নের কুশলপুর গ্রামের একেএম আরিফ, নুরুজ্জামান ও আজমল হক। তারা যৌথ উদ্যোগে বেগুন চাষ করে সফল হয়েছেন, স্বপ্ন দেখছেন সুন্দর আগামীর।
তারা যৌথভাবে ৫৩ শতক জমিতে আধুনিক মালচিং পদ্ধতিতে ঢোপা জাতের বেগুন চাষ করেছেন তারা। জমি প্রস্তুত, চারা উৎপাদন থেকে শুরু করে সার ও সেচ—সবকিছুই করেছেন নিজেদের ব্যবস্থাপনায়। খরচ হয়েছে প্রায় ৬০ থেকে ৬৫ হাজার টাকা। সপ্তাহখানেকের মধ্যেই তারা বেগুন হারভেস্ট শুরু করবেন। আর সবকিছু ঠিক থাকলে দেড় থেকে দুই লক্ষ টাকার বেগুন বিক্রির আশা করছেন এই তিন বন্ধু।
বেতদিঘী ইউনিয়নের কুশলপুর গ্রামের বেগুন চাষি একে এম আরিফ ও নুরুজ্জামান বলেন, আমরা এই প্রজেক্টটা তিন বন্ধু মিলে শুরু করেছি। আমাদের প্রজেক্টের নাম ‘আয়াত এগ্রো’। এই জমিটার আয়তন ৩৫ শতাংশ, আর পাশে ১৮ শতাংশ। মোট ৫৩ শতাংশ জমিতে আধুনিক মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করছি। আমরা নিজেরাই কোকো বিট ট্রেতে চারা উৎপাদন করেছি। চারা উৎপাদনসহ সবকিছু মিলে আমাদের খরচ হয়েছে প্রায় ৬০-৬৫ হাজার টাকা। ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে হারভেস্টিং শুরু করব। সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি দেড় থেকে দুই লক্ষ টাকার বেগুন বিক্রি হবে।
বেগুন বাগানের শ্রমিক আব্দুল কাশেম বলেন,আমি প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত কাজ করি। এখান থেকে যা পাই তা দিয়ে আমার পরিবার ভালো চলে।
ফুলবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, আধুনিক মালচিং পদ্ধতিতে চাষ করলে ফলন বেশি ও রোগের আক্রমণ কম হয়। বর্তমানে কৃষক মালচিং পদ্ধতিতে চাষে বেশ আগ্রহী। আমরা মাঠ পর্যায়ের কৃষিকদের খোঁজ খবর রাখছি এবং সব ধরনের পরামর্শ দিয়ে আসছি।
তিন বন্ধুর ভাষ্য, যৌথ উদ্যোগ, আধুনিক পদ্ধতি আর পরিশ্রম-এই তিন উপাদানের সমন্বয়ে আমাদের এই সফলতার গল্প অন্য তরুণদেরও কৃষিমুখী করতে ভূমিকা রাখবে।



