ক্রীড়াঙ্গন
ফুটবলের ইতিহাসে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

আরো একটি অর্জন যুক্ত হলো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে। ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তিনি ছুঁয়েছেন ৭০০ গোলের মাইলফলক।
রোববার (৯ অক্টোবর) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই কীর্তি গড়েন ৩৭ বছর বয়সী ফুটবলার।
এই রেকর্ডের মাইলফলক ছুঁতে রোনালদো ম্যাচ খেলছেন ৯৪৫টি। তার পরেই আছেন আর্জেন্টাইন তারকা মেসি। ৬৯১ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন পিএসজি তারকা। হয়তো শিগগিরই রোনালদোর রেকর্ডে ভাগ বসাবেন তিনিও।
রোনালদো প্রথম গোলটি করেছিলেন ২০ বছর ২ দিন বয়সে। স্পোর্টিং সিপির হয়ে সেই গোলের ২০ বছর ২ দিন পর পৌঁছে গেলেন সাতশোর ঠিকানায়। অথচ এই দলের হয়ে মাত্র ৫টি গোল করেছিলেন রোনালদো।
রোনালদো তার ৭০০ গোলের মধ্যে সবচেয়ে বেশি ৪৫০ গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। এরপর আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাবটির হয়ে ১৪৪টি গোল করেছেন। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১০১ গোল করেন পর্তুগিজ যুবরাজ।