খেলা

ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে ক্রীড়াঙ্গন শোক

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক তারকা ফুটবলার বাদল রায় রবিবার সন্ধ্যায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।  আজ সোমবার দুপুর দুইটায় রাজারবাগ কালীমন্দির শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এক শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায় দেশের ক্রীড়াঙ্গনে এক কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। মেধা যোগ্যতা ও কর্মের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে করেছেন সমৃদ্ধ তিনি। দেশের ফুটবলের উন্নয়নে তার অপরিসীম অবদান জাতি যুগ যুগ স্মরণ করবে।’

বাদল রায়ের মৃত্যুতে তার সাবেক সহকর্মী বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তার পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করে বলেন, ‘বাদল রায়ের মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে ও কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করছি। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বাদল রায় খুব ভালো মানের খেলোয়াড় ও সফল সংগঠক ছিলেন। তার চলে যাওয়ায় বাংলাদেশ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। বাদল রায়ের আত্মা দিব্যলোকে গমন করুক।’

এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), অ্যাথলেটিকস ফেডারেশন, দাবা ফেডারেশন, আর্চারি ফেডারেশন, সম্মিলিত ক্রীড়াপরিবার, হ্যান্ডবল ফেডারেশন,মোহামেডান স্পোর্টিং ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ আরো অনেক সংগঠন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

প্রসঙ্গত, বাদল রায় টানা তিনবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ছিলেন। সবশেষ তো সেখানেও সভাপতি পদে নির্বাচনও করেছেন। বাদল রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ সোমবার ফুটবল ভবনে বাফুফের পতাকা অর্ধনমিত রাখা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button