আন্তর্জাতিকবিনোদুনিয়া

ফিলিস্তিনি অভিনেত্রী মাইসা এলহাদিকে গ্রেফতার করেছে ইসরাইল

এলহাদি সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে ফিলিস্তিনি অভিনেত্রী মাইসা আবদ এলহাদিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। খবর: মিডেল ইস্ট আই।

মিডেল ইস্ট আই এ বলা হয়েছে, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার পর ইসরাইলি পুলিশ ফিলিস্তিনি অভিনেত্রী মাইসা আবদ এলহাদিকে গ্রেফতার করেছে।

ইসরাইলি কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, এলহাদি তার একাধিক মন্তব্যে ‘সন্ত্রাসবাদের প্রতি উস্কানি ও সমর্থন দিয়েছেন’।

অভিযোগে বলা হয়েছে, একটি পোস্টে তিনি হাস্যকর ইমোজির সাথে ক্যাপশনে একজন বয়স্ক ইসরাইলি বন্দীর সাথে হামাস যোদ্ধার একটি ছবি শেয়ার করেছেন।

অন্যটিতে তিনি গাজাকে ঘিরে ইসরাইলের সীমান্তবেড়া লঙ্ঘনের বিষয়ে মন্তব্য করে বলেছেন, ‘চলো, বার্লিন স্টাইলে অগ্রসর হই।’

এদিকে গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে বিগত ১৭ দিনের ইসরাইলি হামলায় গাজায় ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ১৫ হাজারের বেশি আহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button