রাজকূট

ফিরে গেলেন মির্জা ফখরুল

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে নাইটিঙ্গেল মোড়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি আটকে দিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নাইটিঙ্গেল মোড়ে মির্জা ফখরুল আসলে আইন-শৃঙ্খলা বাহিনীর বাঁধায় সেখান থেকেই ফিরে যেতে হয় তাকে।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির পার্টি অফিসে কোনো ধরনের বিস্ফোরক ছিলনা। গণতন্ত্র মানুষের অধিকার, আজ আমি যদি নিজের অফিসে যেতে না পারি, তাহলে মানুষ কী করে রাজনৈতিক কাজ করবে।

এসময় তিনি সরকারের এধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। বিএনপি অফিস খুলে দেওয়ার দাবি জানান। আর যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি ও নিহত নেতার হত্যার তদন্তের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Back to top button