ক্রীড়াঙ্গন

ফিফার বর্ষসেরায় মেসি-রোনালদো-লেভা

২০২০ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন সবশেষ বর্ষসেরা পুরস্কারজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি, জুভেন্টাস উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো এবং বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি।

পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এই তিনজনের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

তবে গত মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও সেরা তিনে জায়গা পাননি নেইমার জুনিয়র।

প্রসঙ্গত, আগামী ১৭ ডিসেম্বর ফিফার ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ঘোষণা হবে এবারের বর্ষসেরা খেলোয়াড়ের নাম। এর আগে, গত ২৫ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা।

বিশেষজ্ঞ প্যানেলের রায়ে তৈরি ওই তালিকায় মেসি, রোনালদো এবং লেভানডভস্কি ছাড়াও ছিলেন কেভিন দে ব্রুইনে, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, নেইমার, সার্জিও রামোস, মোহামেদ সালাহ, থিয়াগো আলকানতারা এবং ভার্জিল ফন ডাইক।

Related Articles

Leave a Reply

Back to top button