জাতীয়

ফারহান হত্যায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা-গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন ফারহানের বাবা শহিদুল ইসলাম ভুঁইয়া।

মামলার অন্য আসামিরা হলো, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক সংসদ সদস্য মতিয়া চৌধুরী, সাবেক ডিএসসিসি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মাদ আলী আরাফাত, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুণ অর রশিদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, মো. হারুন আর রাশিদ, বিপ্লব কুমার সরকার, এইচএম আজিমুল হক, মো. রওশানুল হক সৈকত, মো. তোফাজ্জেল হোসেন, মো. শাহরিয়া আলম, মাহফুজুল হক ভূঁইয়া, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান, মইনুল হোসেন লিখন, রিয়াজ মাহমুদ, জহির উদ্দিন আহমেদ জালাল, মাসুদুর রহমান বিপ্লব, মারুফুল হাসান বিপ্লব, আসিফ আহমেদ, নাইমুল হাসান রাসেল, সৈয়দ হাসানুর ইসলাম, মো. কাবুল, দিল মোহাম্মদ দুলু, মো. আকবর হোসেন, ইমাম হাসান, মো. আজিজুল হক রানা, মো. মনির, মো. আনোয়ার, নাঈম ইসলাম, ফরিদুর রেজা খান ইরান, মো. ওয়াসেক সজীব, আদাবর যুবলীগের সেক্রেটারি টিটু, নাজিব আমজাদ, লায়ন লতিফ, তোফায়েল সিদ্দিক তুহিন, তুহিন (মাতব্বর), শাহিন এবং এমএ সাত্তার। তাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের সময় গত ১৮ জুলাই পুলিশের গুলিতে নিহত হন ফারহান ফাইয়াজ। তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button