জাতীয়

ফারদিনের মৃত্যুর বিষয়ে জানতে ডিবিতে শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর সঠিক কারণ জানতে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে ১০-১২ জন শিক্ষার্থীর একটি দল ডিবি কার্যালয়ে যান।

শিক্ষার্থীরা জানান, ফারদিন আত্মহত্যা করেছে বলে জানান ডিবি, যা তারা বিশ্বাস করতে ও মানতে পারছে না। তাই তারা এখানে কথা বলে বিস্তারিত জানতে এসেছেন।

এর আগে, বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) হতাশা ও টাকার সংকটে পড়ে নদীতে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

ফারদিন অন্তর্মুখী ছিলেন। এ কারণে তিনি সবার সঙ্গে সবকিছু শেয়ার করতেন না।

ফারদিনের হতাশার কারণ তুলে ধরে পুলিশের এই কর্মকর্তা বলেন, তার পরীক্ষার ফলাফল ক্রমশ খারাপ হচ্ছিল। তার সিজিপিএ ৩ দশমিক ১৫ থেকে কমে ২ দশমিক ৬৭ হয়। এটি তার পরিবার বা স্বজনদের কেউ জানতেন না। এ ছাড়া বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে স্পেন যাওয়ার জন্য তার ৬০ হাজার টাকা দরকার পড়ে। কিন্তু তাকে ৪০ হাজার টাকা জোগাড় করে দেন বন্ধুরা। সবমিলিয়ে মানসিক চাপে পড়েই সে আত্মহত্যা করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button