ফারদিনের ‘আত্মহত্যা’: যা বললেন বাবা

বুয়েট ছাত্র ফারদিন আত্মহত্যা করেছেন পুলিশ ও র্যাবের এই বক্তব্য মানতে পারছেন না ফারদিনের বাবা সাংবাদিক কাজী নূরউদ্দিন রানা।
তিনি বলছেন, যে তথ্যের ভিত্তিতে আত্মহত্যার কথা বলা হচ্ছে, তাতে একমত নন তিনি।
ফারদিনের বাবা দাবি করেন, তার ছেলের আত্মহত্যা করার কোনো কারণ নেই। যে যুক্তিতে তার আত্মহত্যার কথা বলা হচ্ছে সেটি সঠিক নয়।
এর আগে, বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) হতাশা ও টাকার সংকটে পড়ে নদীতে লাফিয়ে আত্মহত্যা করেছেন।
ফারদিন অন্তর্মুখী ছিলেন। এ কারণে তিনি সবার সঙ্গে সবকিছু শেয়ার করতেন না।
ফারদিনের হতাশার কারণ তুলে ধরে পুলিশের এই কর্মকর্তা বলেন, তার পরীক্ষার ফলাফল ক্রমশ খারাপ হচ্ছিল। তার সিজিপিএ ৩ দশমিক ১৫ থেকে কমে ২ দশমিক ৬৭ হয়। এটি তার পরিবার বা স্বজনদের কেউ জানতেন না। এ ছাড়া বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে স্পেন যাওয়ার জন্য তার ৬০ হাজার টাকা দরকার পড়ে। কিন্তু তাকে ৪০ হাজার টাকা জোগাড় করে দেন বন্ধুরা। সবমিলিয়ে মানসিক চাপে পড়েই সে আত্মহত্যা করেছে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাতে নিখোঁজ হওয়ার পর ৭ নভেম্বর নারায়ণগঞ্জের গোদনাইল থেকে বুয়েটছাত্র ফারদিনের (২৪) লাশ উদ্ধার করে পুলিশ।
ওই সময় ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছিলেন, ফারদিনের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।