আন্তর্জাতিক

ফরাসি আলপসে তুষারধসে নিহত ৪

লম্বা সপ্তাহান্তে বহু মানুষ বেড়াতে গেছিলেন ফরাসি আলপসে। ভিড় জমেছিল শ্যামোনিক্সে। এটি মঁ ব্লঁ যাওয়ার বেস ক্যাম্প। এখান থেকে বহু মানুষ আলপসে স্কি করতে যান। রবিবারও (৯ এপ্রিল) তেমন বহু মানুষ স্কি করতে উপরে গেছিলেন। আর তখনই ঘটে দুর্ঘটনা। [সূত্র: ডয়চে ভেলে]
তুষারধস নামে আহমস হিমবাহে। ভয়াবহ তুষারধসে বহু মানুষ নিখোঁজ হয়ে যান। ধস নামা থামার পর দ্রুত সেখানে দুইটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়। নিচ থেকেও একটি দলকে উপরে পাঠানো হয়।
এখনো পর্যন্ত চারজনের দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। কিন্তু তাদের পরিচয় জানা যায়নি। নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আরো কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকাজ এখনো থামেনি বলে জানানো হয়েছে।
প্রায় সাড়ে ১১ হাজার ফুট উচ্চতায় এই হিমবাহ। স্কি করার আদর্শ জায়গা। বিশেষজ্ঞদের বক্তব্য, হিমবাহ থেকে একটি বড় অংশ খসে পড়ে যায়। লম্বায় যা প্রায় হাজার মিটার এবং চওড়ায় ১০০ মিটার। আবহাওয়া পরিবর্তনের জন্যই এমনটা হয়েছে বলে তারা জানিয়েছেন।
আহমস হিমবাহটি শ্যামোনিক্স থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এবং সে কারণেই এটি একটি নাম করা পর্যটন স্থান। অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বহু মানুষ এখানে বেড়াতে আসেন।

Related Articles

Leave a Reply

Back to top button