জাতীয়
ফজলুর রহমান- এর মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

সিটি গ্রুপের চেয়ারম্যান এবং সময় ও এখন টেলিভিশনের চেয়ারম্যান ফজলুর রহমান- এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার, ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী’র প্রেস উইং স্বাক্ষরিত এক বার্তায় এই শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ, শিল্পপতি ফজলুর রহমান সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে ফজলুর রহমান স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।