জাতীয়

প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন মোছলেম উদ্দিন আহমদ এর মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনা শেষে নিরবতা পালন করেছেন প্রধানমন্ত্রী

দল ও দেশের জন্য নিবেদিত ছিলেন মোছলেম উদ্দিন: সংসদে প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-৮ আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মোছলেম উদ্দিন দল ও দেশের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। চিরদিন তাকে জাতি স্মরণ করবে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনাকালে সংসদ নেতা শেখ হাসিনা এ কথা বলেন। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিনের মৃতুতে সংসদ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তার প্রতি সম্মান জানিয়ে সংসদে এক মিনিট নীবরতা পালন ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়।

মোছলেম উদ্দিনকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অসুস্থ থাকা সত্ত্বেও কিছুদিন আগে চট্টগ্রাম আওয়ামী লীগের সম্মেলনে তাকে সভাপতি করেছি। তবে আমারও একটি দ্বিধা ছিল তিনি বেঁচে থাকবেন কি না। কারণ তার অবস্থা খুবই খারাপ ছিল। আমি প্রতিনিয়ত সেই খবর পাচ্ছিলাম। গতকালও খবর নিয়েছি, খুব খারাপের দিকে চলে যাচ্ছেন। শেষ পর্যন্ত তিনি আমাদের ছেড়ে চলেই গেলেন।

এ সংসদের সদস্য হতে পেরে তিনি খুবই আনন্দিত ছিলেন উল্লেখ করে সংসদ নেতা বলেন, আমরা তাকে এক দুইবার নমিনেশন দিয়েছিলাম। তখন হয়তো জয়ী হতে পারেননি। পরে নমিনেশন পেয়ে জয়ী হয়ে এলেন। তিনি খুবই খুশি ছিলেন, যে তিনি সংসদ সদস্য হতে পেরেছেন। জনগণের কথা সংসদে বলতে পারবেন। আজ তিনি না ফেরার দেশে চলে গেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নিবেদিত প্রাণ একজন কর্মীকে আমরা হারিয়েছি। তিনি আমাদের দলের খারাপ সময়ে যেভাবে পাশে ছিলেন জাতীয় স্বার্থেও যথেষ্ট অবদান রেখে গেছেন তিনি। অসুস্থ হলেও আমার চট্টগ্রামের জনসভার আয়োজন করতে দিনরাত পরিশ্রম করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button