আন্তর্জাতিক

প্রেসিডেন্ট হিসেবে ‘বৈধতা’ পেলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক বৈধতা পেয়েছেন ভলোদিমির জেলেনস্কি। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে উপস্থিত সব সংসদ সদস্য তাকে প্রেসিডেন্ট পদে রাখার পক্ষে একটি প্রস্তাবে সমর্থন দিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত বছরের মে মাসে প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির মেয়াদ শেষ হয়েছে। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হয়নি। এ অবস্থায় নির্বাচন ছাড়াই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাচ্ছেন জেলেনস্কি।
মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও নির্বাচন না দিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাওয়ায় জেলেনস্কিকে সম্প্রতি ‘স্বৈরশাসক’ হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইউক্রেনের পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করে জেলেনস্কিকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক বৈধতা দেওয়া হলো।
পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাবে বলা হয়, যুদ্ধ চলাকালীন ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাবেন জেলেনস্কি। প্রস্তাবটি ২৬৮টি ভোটে পাস হয়। এ দিন পার্লামেন্টে ১২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন না। তাঁরা ছাড়া উপস্থিত সবাই প্রস্তাবটির পক্ষে ভোট দেন।
এদিকে গত রোববার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, এ সপ্তাহেই অবসান হতে পারে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের, এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Related Articles

Leave a Reply

Back to top button