আন্তর্জাতিক

প্রেসিডেন্ট আসাদের মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ায় পরই সেনা গুম

সিরিয়ার প্রেসিডেন্ট এবং মুসলিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা বাশার আল-আসাদের মেয়েকে ভালোবাসা ও বিয়ের প্রস্তাব দেওয়ার পরপরই এক সেনা সদস্য গুম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অনলাইনে পোস্ট করা একাধিক ভিডিওতে ওই সেনা সদস্য আসাদের মেয়ে জেইন আসাদকে ভালোবাসার কথা জানান। সেইসঙ্গে তাকে বিয়ে করার প্রস্তাব দেন।
প্রেসিডেন্ট আসাদের মেয়েকে বিয়ের প্রস্তাব!

মিডেল ইস্ট মনিটর বলছে, ইয়াজান সলতানি নামের ওই সেনা প্রেসিডেন্ট আসাদের অনুগত সামরিক বাহিনীর সদস্য। তবে এই ধরনের ভিডিও পোস্ট করার আগে সলতানির সহকর্মী ও শুভাকাঙ্খীরা তাকে এর পরিণাম সম্পর্কে সতর্ক করেন। কিন্তু তাদের নিষেধ ও সতর্কতায় কান দেননি ওই সেনা সদস্য।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট আসাদের ১৬ বছর বয়সী মেয়েকে সলতানি বলছেন, ‘আমি তোমাকে ভালোবাসি, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য পাগল। তুমি আমার এবং আমি তোমার। তুমি আমার হয়ে যাও।’

প্রেসিডেন্ট আসাদের মেয়েকে বিয়ের প্রস্তাব!

আরেক ভিডিওতে তিনি সেনাবাহিনীর ড্রেস পরিহিত অবস্থায় বলছেন, প্রেসিডেন্ট আল-আসাদের মেয়েকে বিয়ে করতে তিনি সবকিছু করবেন।

এর পরই মঙ্গলবার (২৩ জুন) স্রেফ গুম হয়ে যান ওই সেনা সদস্য। ইয়াজান সলতানির পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাকে সরকার আটক করে রেখেছে। তবে এখনও এ সম্পর্কে কোনো কিছু বলেনি দেশটির পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button