বিনোদনসাহিত্য ও বিনোদন

প্রিয়াঙ্কার আরও এক মাইলফলক

দেশিগার্ল নামে পরিচিত বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড সিরিজ ‘সিটাডেল’-এ প্রথমবার কোন পুরুষ তারকার সমান পারিশ্রমিক পেয়েছেন।

সম্প্রতি হলিউড সিরিজ ‘সিটাডেল’-এর প্রচারের ফাঁকেই এক সাক্ষাৎকারে পারিশ্রমিক প্রসঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াংকা বলেন ‘হয়তো আমার কথা নিয়ে বিতর্ক শুরু হতে পারে। তবুও বলতে চাই- গত ২২ বছর ধরে বিনোদন জগতে নানা ধরনের কাজ করে যাচ্ছি। কিন্তু সব সময়ই নায়কদের তুলনায় কম পারিশ্রমিক জুটেছে। তবে এই প্রথম সিটাডেলের নায়ক রিচার্ড ম্যাডেনের সমান পারিশ্রমিক পেয়েছি। যা কিনা সত্যিই ভালো লাগার মতো ঘটনা।’

তিনি আরো যোগ করেন, হতেই পারে হলিউডে হাতে গোনা যে কজন মহিলা ছবি নির্মাতা আছেন তাদের এক জনের সঙ্গে আমার চুক্তি হওয়ার কারণে আমি বর্তমানে সমান পারিশ্রমিক পেয়েছি। যদি তিনি না থাকতেন তাহলে কী আমি সেই পারিশ্রমিক পেতাম!’ তবে ধীরে ধীরে পরিবর্তন আসছে ছবি নির্মাতাদের মানসিকতায়, বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি। মহিলা তারকারা যদি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন তাহলে ভবিষ্যতে পারিশ্রমিক বৈষম্য অনেক কমিয়ে আনা সম্ভব বলে বিশ্বাস প্রিয়াঙ্কার।

উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘সিটাডেল’।

প্রিয়াঙ্কা চোপড়া, রিচার্ড ম্যাডেন ছাড়াও স্পাই-থ্রিলার এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনেতাদের।

Related Articles

Leave a Reply

Back to top button