জাতীয়
প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে যাবেন জাহাঙ্গীর

মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম।
রবিবার (৩০ এপ্রিল) গাজীপুরের রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল করেন।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী জাহাঙ্গীর আলম যে প্রতিষ্ঠানের জন্য জামিনদার হয়েছিলেন, সেই প্রতিষ্ঠানটি ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হলো।
পরে প্রার্থীতা ফিরে পেতে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, তার ওপর অবিচার করা হয়েছে। উচ্চ আদালতে আপিল করা হবে।
এ দিন ঋণ খেলাপির অভিযোগে জাহাঙ্গীরের প্রার্থীতা বাতিল করা হলেও তার মা জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে সকাল ১০টায় জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। পরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান ছাড়াও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিনসহ মেয়র পদপ্রার্থী ১২ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এছাড়া কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদেরও মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
একপর্যায়ে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে মেয়র প্রার্থী হিসেবে জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, গনফ্রন্ট আতিকুল ইসলাম, স্বতন্ত্র আব্দুল্লাহ আল মামুন মন্ডল, স্বতন্ত্র হারুন অর রশিদ, স্বতন্ত্র সরকার শাহানুর ইসলাম রনি, আওয়ামী লীগের আজমত উল্লা খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন, জাকের পার্টির রাজু আহমেদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। একই সময় ঋণ খেলাপির অভিযোগ এনে জাহাঙ্গীর আলম ও অসম্পূর্ণ কাগজপত্র দাখিল করায় স্বতন্ত্র প্রার্থী ওয়ালিউর রহমান এবং আবুল হোসেনের প্রার্থীতা বাতিল করা হয়।
মনোনয়ন যাচাই-বাছাইকালে মেয়র পদপ্রার্থীরা ছাড়াও তাদের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়া কাউন্সিলর পদপ্রার্থীরাও এ সময় উপস্থিত ছিলেন।