জাতীয়

প্রায় ৩০ হাজার চিকিৎসক সরকারী হাসপাতালগুলোতে কাজ করছেন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারা দেশে এখন ২৯,৫৬১ জন স্নাতক চিকিৎসক সরকারি হাসপাতালগুলোতে কাজ করছেন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি হাসপাতালে কর্মরত স্নাতক নার্সের সংখ্যা ৬ হাজার ৬৫০ জন। তাদের মধ্যে ৩ হাজার ৯০৪ জন বিএসসি ইন নার্সিং (বেসিক), ১ হাজার ৫৯৭ জন বিএসসি জনস্বাস্থ্য নার্সিং (পোস্ট বেসিক) এবং ১ হাজার ১৪৯ জন বিএসসি ইন নার্সিং (বেসিক)। এদিকে সরকারি হাসপাতালে কর্মরত ফার্মাসিস্ট রয়েছেন মাত্র ৫ জন।

বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হকের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের সহযোগিতায় সরকার দেশের সব অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেবে। এ জন্য তিনি সকল সংসদ সদস্যের সহযোগিতা প্রত্যাশা করেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button