জাতীয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ফসিহউল্লার একান্ত সচিব মো. হাবিবুর রহমান সাংবাদিকদের জানায় কোরাবানির ঈদের আগে জ্বরে আক্রান্ত হয়ে মহাপরিচালক বাসায় আইসোলেশনে ছিলেন।

“৫ অগাস্ট নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন, শুক্রবার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।”

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন ফেইসবুক পোস্টে লিখেছেন, “আমাদের প্রিয় মহাপরিচালক মো. ফসিউল্লাহ কোভিড-১৯ পজিটিভ হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট তার আশু সুস্থতার জন্য প্রার্থনা করি।”

৬ অগাস্ট পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তরের ৮৪ জন কর্মকর্তা, ৪৮ জন কর্মচারী, ৫০৪ জন শিক্ষক, ২২ জন শিক্ষার্থীসহ মোট ৬৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৬ জন।

দেশে এই ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৫২ হাজার ৫০২ জনের। এই রোগে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩৩৩ জন

Related Articles

Leave a Reply

Back to top button