Leadশিক্ষা-স্বাস্থ্য

প্রাথমিকে নিয়োগপত্র পেলেন ৬৫৩১ শিক্ষক, যোগদান ১২ মার্চ

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ছয় হাজার ৫৩১ জন প্রার্থী আজ মঙ্গলবার নিয়োগপত্র পাচ্ছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের জন্য প্রশাসনিক অনুমোদন দিয়েছে।

সোমবার (০৩ মার্চ) বিকেলে এক আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। আগামী ১২ মার্চ প্রার্থীদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে।

এর আগে, হাইকোর্টের রায়ে এই নিয়োগ বাতিলের আদেশ দেওয়া হলেও আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করে নিয়োগের বাধা দূর করে। সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) অনুমোদন দেন। ফলে নিয়োগপ্রাপ্তদের সহকারী শিক্ষক পদে যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকল না।

আদালতে লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে, রিটকারী ১৫৪ জনের পক্ষে ছিলেন সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করা হয় এবং মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যার শুনানি শেষে সোমবার আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

২০২৩ সালের ১৪ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ৩১ অক্টোবর চূড়ান্ত ফল প্রকাশ করে, যেখানে ৬,৫৩১ জন প্রার্থী নির্বাচিত হন। তবে নিয়োগবঞ্চিতরা কোটা সংক্রান্ত জটিলতার অভিযোগ এনে হাইকোর্টে রিট করলে নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। সর্বশেষ আপিল বিভাগের আদেশের ফলে এই শিক্ষক নিয়োগ কার্যক্রম আবারও শুরু হলো।

Related Articles

Leave a Reply

Back to top button