জাতীয়

প্রবাসীদের স্বার্থে সেন্টার ফর এনআরবির ১৭ দফা প্রস্তাব

প্রবাসীদের সমস্যা ও সমাধানের লক্ষে ১৭ দফা প্রস্তাব নিয়ে সেন্টান ফর এনআরবি’র একটি প্রতিনিধি দল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

আজ সোমবার সচিবালয় তার কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সেন্টারের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে বৈঠকে সেন্টারের রিসোর্স পার্সন ও সদস্যদের মধ্যে যোগদান করেন, এবিএম মোস্তাক হোসেন, মাহাবুব হোসেন, মোক্তার হোসেন চৌধুরী, এডমিরাল (অব) আওরঙ্গজেব চৌধুরী, এয়ার চিফ মার্শাল (অব) মাশিহুজ্জামান সেরনিয়াবাত, ইজ্ঞিনিঁয়ার মন্জুরুল ইসলাম, মেহেদী হাসান চৌধুরী, শোয়েব আহমদ চৌধুরী ও শেখ মাছুমুল হাসান।

প্রতিনিধি দল মন্ত্রণালয়ের কাজে সেন্টারের গবেষণা লব্ধ তথ্য ও মাঠপর্যায়ের প্রাপ্ত তথ্য প্রয়োজনে শেয়ার করার কথা বলেন।

প্রতিনিধি দলের উপস্থাপিত প্রস্তাবগুলো হচ্ছে:

*গরীব প্রবাসীর লাশ বিনামূল্যে দেশি-বিদেশি বিমানে পরিবহনের ব্যবস্থা করা, কঠিন আপদকালীন সময়ে প্রবাসে কর্মক্ষেত্র থেকে ফেরার জন্য প্রবাসীদের সাশ্রয়ী বিমান পরিবহনের ব্যবস্থা করা, প্রবাসীদের বন্ডে বিনিয়োগে অংশীজন ও বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে দীর্ঘ মেয়াদী নীতিমালা গ্রহন করা, প্রবাসীদের সম্পদ ও প্রেরিত রেমিটেন্স-সংশ্লিষ্ট কর বিষয়ক জটিলতা নিরসন ও পদ্ধতি সহজ করা, প্রবাসী কমীর্দের অর্থে ’প্রবাসী কল্যাণ তহবিল’ গঠিত, এ তহবিলের স্বচ্ছ সদ্ব্যবহার নিশ্চিত করা, প্রবাসী মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমান মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রবাসীদের সহায়তার জন্য ”বিশেষ সমন্বয় সেল গঠন” করা যাতে আপৎকালীন সময় প্রবাসীদের তড়িৎ সহায়তা করা যায়, শ্রমবাজার সন্ধানের জন্য বিশেষ বরাদ্দ এবং খাত সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে এ কাজে যুক্ত করা, বিদেশে বাংলাদেশী মিশন কতৃর্ক কর্মক্ষেত্রের সত্যায়ন যথাযথভাবে নিশ্চিত করা, করোনায় ক্ষতিগ্রন্থ প্রবাসী ব্যবসায়ীদের ঋণ প্রদানের ব্যবস্থা করা (দেশীয় ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে), যে সকল প্রবাসী কমীরা ফিরে এসে স্বকর্মসংস্থানের চেষ্টা করছেন তাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রত্যাগত প্রবাসীদের আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করা, বিদেশ গমনেচ্ছু প্রবাসী কর্মীর্দের স্বাস্থ্য পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা, প্রবাসীদের জন্য দেশে-প্রবাসে আইনি সহায়তা ও বিদেশে আটক কমীর্দের ফিরিয়ে আনার ব্যবস্থা করা, দেশে অধ্যয়নরত প্রবাসী কমীর্দের মেধাবী সন্তানদের জন্য দীর্ঘমেয়াদী শিক্ষাবৃত্তি চালু করা, পাসর্পোট ও এনআইডি’র সংশোধন, নবায়ন ও প্রাপ্তি সহজ করা এবং মাঠ পর্যায়ে ডেলিভারীর ব্যবস্থা নেয়া, মেধাবী কর্মকর্তাদের মিশনসমূহে নিয়োগ করে তথ্যকেন্দ্র স্থাপন ও দেশের ইতিবাচক প্রচারের ব্যবস্থা করা এবং নিষ্ঠাবান সেবা প্রদানকারী ও দেশের ভাবমুর্তি উন্নয়নে ভূমিকা রাখা কর্মকর্তাদের স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য লাগ্সই ও বাস্তবানুগ ব্যবস্থা গ্রহন করা ও প্রার্থীতার বিষয়ে আইনানুগ স্বচ্ছতা নিশ্চিত করা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শফিকুর রহমান চৌধুরী তার বক্তব্যে বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

Related Articles

Leave a Reply

Back to top button