করোনা

প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালুর চিন্তা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনা ভাইরাসের জন্য দেশে আটকে পড়া প্রবাসীদের ফেরানোর জন্য সরকার বিশেষ ফ্লাইট চালুর চিন্তা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে মো. শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‌‘বিদেশে কর্ম নিয়ে যাবার অপেক্ষায় যারা আছেন তারা মোটেও চিন্তা করবেন না। আমরা জানি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অন্য দেশগুলো থেকে ফ্লাইট যাবার ক্ষেত্রে অনেকদিন থেকেই বিধিনিষেধ থাকার কারণে আমাদের দেশ থেকে চাহিদা বেড়েছে। আমি নিজে দুই সাপ্তাহ আগে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে গিয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘বর্তমান লকডাউন একটি বার্তা যেখানে সবাইকেই অংশ নিতে হচ্ছে এবং কষ্ট হলেও এটা মানতেই হবে। তবে কয়েকদিনের মধ্যেই আমরা শুধু প্রবাসী ভাই-বোনদের কাজে যোগদানের (ফেরার নয়) জন্য বিশেষ ব্যবস্থা চালু করবো।’

Related Articles

Leave a Reply

Back to top button