জাতীয়লিড স্টোরি

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে জুলাই আন্দোলনে আহতরা

ঢাকা : জুলাই আন্দোলনে আহতরা রাজধানীর মিরপুর সড়ক থেকে সন্ধ্যার দিকে অবরোধ তুলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন।

রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁও ও শ্যামলী সড়ক ছেড়ে দেন তারা। এরপর পৌনে ৭টার দিকে আগারগাঁও হাসপাতাল এলাকা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে রওনা দেন তারা।

সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত শ্যামলী মিরপুর রোড অবরোধ করে স্বীকৃতি ও পুনর্বাসনের দাবি জানান আহতরা।

জুলাই অন্দোলনে পায়ে গুলিবিদ্ধ মিজানুর রহমান নামে এক বিক্ষোভকারী বলেন, আমরা ন্যায্য দাবিতে গত ২৪ ঘণ্টা ধরে রাস্তায় আন্দোলন করছি। আমরা অসুস্থ হওয়া সত্ত্বেও রাস্তায় নেমে নিজেদের অধিকারের জন্য সরকারের কাছে আকুতি-মিনতি করছি। এরপরও সরকারের কাছ থেকে কোনও সাড়া পাচ্ছি না।

সড়ক অবরোধ করায় অনেক সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এমনটা বিবেচনায় আমরা সড়ক ছেড়ে দিয়েছি। এখন সরকার থেকে আমাদের যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিস (এমআইএস) বা যাচাই-বাছাই সার্টিফিকেট কপি দেয়া হয়েছে, সেটি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছি। সেখানে আমরা একটা সমাধান চাই।

এর আগে কোরবান শেখ নামের আরেক বিক্ষোভকারী জানিয়েছিলেন, সন্ধ্যা ৬টার দিকে তারা সড়ক ছেড়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হচ্ছেন। আহতদের মধ্যে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত, তারা সেই কাগজ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাচ্ছেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষোভকারীরা কেউ পায়ে হেঁটে, কেউবা রিকশা, আবার কেউ হুইল চেয়ারে করেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে রওনা হয়েছেন। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা কোনো বাধার সম্মুখহীন হননি।

Related Articles

Leave a Reply

Back to top button