ক্রীড়াঙ্গন

প্রধানমন্ত্রী, সাবিনা-মারিয়াদের সংবর্ধনা দেবেন বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো সাফজয়ী নারী ফুটবলারদের বুধবার (৯ নভেম্বর) সংবর্ধনা দেবেন।

প্রধানমন্ত্রীর সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

আবু নাঈম সোহাগ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টায় এই সংবর্ধনা দেয়া হবে। সেদিন সাফজয়ী ২৩ ফুটবলার সহ টিম ম্যানেজমেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

তিনি আরো জানান, ‘আগামী ৯ তারিখ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজ বাসভবনে সকাল ১০ ঘটিকায় সাফ জয়ী মেয়েদের সংর্বধনা দিবেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে এ ব্যাপারে জানানো হয়েছে। আমরা সেখানে যাওয়ার জন্য জন্য প্রস্তুতি নিচ্ছি।’

উল্লেখ্য যে, নারী ফুটবল দল সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সেমিফাইনালে ভুটানকে বিধ্বস্ত করার পর ফাইনালে বাংলাদেশের মেয়েরা স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে।

এর আগে বয়সভিত্তিক নারী সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুনামেন্টে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ দল। সে সময় সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলের সব খেলোয়াড়দের সংবর্ধনার দিয়েছিলো প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button