জাতীয়

প্রধানমন্ত্রী ব্রাসেলস সফরে যাচ্ছেন মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের প্রথম সম্মেলনে অংশগ্রহণের জন্য ব্রাসেলস যাচ্ছেন।

ইউরোপীয় কমিশনের উদ্যোগে আয়োজিত এ ফোরামের প্রথম সম্মেলনে অংশ নেয়ার জন্য ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন ডার লিয়েনের আমন্ত্রণে মঙ্গলবার (২৪ অক্টোবর) তিন দিনের সফরে তিনি বেলজিয়াম যাবেন।

ফোরামের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।

পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রোববার (২২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ সব কথা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button