রাজকূট

প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী থাকবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ধানমণ্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন,এখানে স্বস্তি অস্বস্তির বিষয় নয়, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, স্বতন্ত্র থাকবে। তবে কাউকে সহিংসতা করতে দেয়া হবে না। সে যে দলের প্রার্থীই হোক। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট। বল প্রয়োগ বা ফ্রি স্টাইলে যাওয়া যাবে না। প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। 
স্বতন্ত্র প্রার্থীর কারণে গঠনতন্ত্র লঙ্ঘন হলো কি না, এমন প্রশ্নে কাদের বলেন, দেশের সার্বিক গণতন্ত্র যেখানে হুমকির মধ্যে সেখানে দেশের প্রয়োজনে দলীয় সভাপতি সিদ্ধান্ত দেবেন। 

Related Articles

Leave a Reply

Back to top button