রাজনীতি

প্রধানমন্ত্রীর ৩১ দফা পালনের আহ্বান ওবায়দুল কাদেরের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাস প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, মানবিক এই সংকটে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের উজাড় করে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যসেবায় নবতর ব্যবস্থার উন্নতি করে চলেছে।

তিনি বলেন, একটি মতলবি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের এই সংকটে গুজব, অপপ্রচার ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। জাতীয় স্বার্থে সামাজিক দূরত্ব মেনে নিজেদের সুরক্ষিত রাখতে এবং ঘরে বসে স্বাধীনতা উপভোগ করার আহ্বান জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে যথেষ্ট পরিমাণে খাদ্যসামগ্রী মজুদ রয়েছে। করোনা মোকাবিলায় ২৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। নিম্নআয়ের মানুষদের ‘ঘরে ফেরা কর্মসূচি’র আওতায় নিজ নিজ গ্রামে সহায়তা পৌঁছে দেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button