জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে বিক্রম দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাৎ বুধবার

আগামীকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
বাংলাদেশে দায়িত্ব পালন শেষে, চলতি মাসেই নয়াদিল্লি ফিরে যাচ্ছেন দেশটির এ হাইকমিশনার।
আগামীকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে সরকার প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন দোরাইস্বামী।
জানা গেছে, চলতি মাসের শেষের দিকে ঢাকায় দায়িত্ব পালন করতে আসবেন ভারতীয় নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনার দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাতের শিডিউল চূড়ান্ত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন।
২০২০ সালের অক্টোবরের শুরুর দিকে ঢাকায় আসেন হাইকমিশনার দোরাইস্বামী। প্রায় দুই বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে নয়াদিল্লি ফিরে যাচ্ছেন দোরাইস্বামী।