Leadজাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠক শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন চা-বাগান মালিকরা। এতে ১৩ জন চা-বাগান মালিক উপস্থিত আছেন বলে জানা গেছে।

শনিবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে গণভবনে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চা-বাগান শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে একটা সমাধান আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ৩০০ টাকা মজুরির দাবিতে ৯ই আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও পরে ১৩ই আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে আসছেন চা শ্রমিকরা।

এর মাঝে দুই দফা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকা করা হলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন।

Related Articles

Leave a Reply

Back to top button