আন্তর্জাতিকজাতীয়

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে সাফল্যমন্ডিত করতে স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতা নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন শেখ হাসিনার নির্দেশে ১৭ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রে কাজ করছি তাঁদের সবার নৈতিক দায়িত্ব হবে মাননীয় প্রধানমন্ত্রীর এ সফরকে অর্থবহ করতে সর্বোচ্চ দিয়ে কাজ করা।

সেসঙ্গে ২ মে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে মাননীয় প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে দেশ বিরোধীরা যাতে অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

সম্প্রতি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বিশ্বব্যাংকের আমন্ত্রণে এপ্রিলের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১ মে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে জানিয়েছে বিশ্বব্যাংক। প্রধানমন্ত্রী একই সময় জাপান ও ‍যুক্তরাজ্যও সফর করবেন।

বিগত প্রায় ১৫ বছরের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের বাইরে কোনো কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে আসেননি প্রধানমন্ত্রী। এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই প্রধানমন্ত্রীর এ সফরকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

Related Articles

Leave a Reply

Back to top button