জাতীয়

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস পাওলা পাম্পালোনির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে তারা বাণিজ্যসহ দেশের অন্যান্য সুযোগ সুবিধা ও উন্নয়ন বিষয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন যাত্রায় ইইউ-এর অসামান্য সহায়তার জন্য মুখ্য সচিব কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান। মুখ্য সচিব উল্লেখ করেন, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করছে। শেখ হাসিনা সরকার প্রথম নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স চালু করেছে এবং নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন করেছে। এখন প্রধান বিচারপতির নেতৃত্বে প্যানেল বিচারকদের দ্বারা নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ মানবাধিকার, শ্রম অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, শ্রমিক অসন্তোষের জন্য সরকার মোটেও দায়ী নয় এবং সব ঘটনাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সাধারণ নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় এমন একটি গোষ্ঠী নিরীহ শ্রমিকদের ব্যবহার করছে।

ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের জিএসপি প্লাস অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা পাওয়ার প্রতি ইইউ-এর সমর্থনের আশ্বাস দিয়েছে।

এ সাক্ষাতে চার্লস হোয়াইটলি, রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদলের প্রধান, ইইউ প্রতিনিধি, বাংলাদেশে, মিসেস লরা কোরাডো, ইউনিট প্রধান, আন্তর্জাতিক বিষয়ক, কর্মসংস্থান, সামাজিক বিষয় ও অন্তর্ভুক্তি অধিদপ্তর-জেনারেল, মিসেস মনিকা বাইলাইট, উপ বিভাগীয় প্রধান, এশিয়া এবং প্যাসিফিক-সাউথ এশিয়া, ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস, মিসেস আলিনা বিওআইসিআইইউসি, ইউনিটের ডেপুটি হেড, ডিরেক্টরেট-জেনারেল ফর ট্রেড, ইউরোপিয়ান কমিশন এবং মিঃ বার্ন্ড স্প্যানিয়ার, ডেপুটি হেড অব ডেলিগেশন, বাংলাদেশে ইইউ প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button