জাতীয়

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত নতুন ৫০ টাকার নোটের বিষয়ে যা জানা গেল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নতুন ৫০ টাকার নোট। নোটটির এক পৃষ্ঠে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপর পৃষ্ঠে মেট্রো রেলের ছবি। এটি ছড়িয়ে পড়ার পর থেকে সবাই নোটটির খোঁজে নেমেছেন। কিন্তু বাস্তবতা হলো এটি স্মারক নোট, বিনিময়যোগ্য নয়।

মঙ্গলবার (১২ মার্চ) ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের একটি ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করা হয়। ওই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ৬ লাখ। গ্রুপের অ্যাডমিন ‘জাগ্রত রাকিব’ নামের আইডি থেকে এটি পোস্ট করা হয়েছে। লিখা হয়েছে, ‘৫০ টাকার নতুন নোট।’

এই পোস্টের পর বিষয়টি নিয়ে খোঁজ করলে জানা যায়, প্রধানমন্ত্রী ও মেট্রোরেলের ছবিযুক্ত নতুন ৫০ টাকার নোটটি স্মারক, বিনিময়যোগ্য নয়। ওই নোটের মধ্যেও তাই লিখা রয়েছে। কিন্তু বিষয়টি অনেকেই খেয়াল করেননি। সবাই মনে করছেন নতুন নোট এসেছে। মূলত, প্রথম মেট্রোরেল চালুর সময় স্মারক নোটটি অবমুক্ত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।

Related Articles

Leave a Reply

Back to top button