অন্যান্য খবরবিনোদন

প্রথম সাক্ষাতের তারিখেই বিয়ে সারলেন সোনাক্ষী-জাহির


রবিবার (২৩ জুন) বিকেলে পশ্চিম বান্দ্রায় অবস্থিত ‘হীরামাণ্ডি’ অভিনেত্রীর নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এই এক হল সোনাক্ষী-জাহিরের চার হাত। এই দিনটিও তাঁদের জন্য বিশেষ। প্রথম দেখার জন্মদিনটিকেই বিয়ের তারিখ করে নিলেন তারকাজুটি। সাক্ষী বলতে শুধু দুই পরিবার এবং তাঁদের ঘনিষ্ঠরা। একেবারে হাতে গোনা কয়েকজনকে নিয়েই কাগুজে বিয়ে সারলেন অভিনেত্রী। আইনি বিয়ের জন্য প্যাস্টেল শেডের শাড়ি বেছে নিয়েছিলেন কনে। অন্যদিকে পাত্র জাহিরের পরনে ছিল সাদা শেরওয়ানি। ইন্ডাস্ট্রি থেকে উপস্থিত ছিলেন সোনাক্ষীর বন্ধু অদিতি রাও হায়দারি, সিদ্ধার্থ, হুমা কুরেশিরা। বিয়ের পর সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে মিষ্টি বিলিও করলেন নবদম্পতি। রেজিস্ট্রি বিয়ের ছবি শেয়ার করে কনে সোনাক্ষী লিখলেন- “২০১৭ সালের জুন মাসের ঠিক ২৩ তারিখেই আমরা একে-অপরের চোখে ভালোবাসা দেখে আগলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে সেই ভালোবাসাই আজ আমাদের এখানে নিয়ে এল। যেখানে ঈশ্বর আর দুই পরিবারের আশীর্বাদ সাক্ষী রইল যে মুহুর্তের। আমরা এখন নবদম্পতি। এখন থেকে অনন্তকাল পর্যন্ত আমি তোমারই।….”
প্রসঙ্গত, স্বরা ভাস্করের মতোই ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এ চার হাত এক হল সোনাক্ষী সিনহার। সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে আসলে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। রবিবার সকাল থেকেই অনুষ্ঠানের ছবি-ভিডিও একের পর এক প্রকাশ্যে আসছে। মুম্বাইতে উড়ে এসেছেন অভিনেত্রীর প্রিয় বন্ধু হানি সিং-ও। সূত্রের খবর, এদিনই শিল্পা শেট্টির বিলাসবহুল হোটেল বাস্তিয়ানে গ্র্যান্ড রিসেপশন বসার কথা। যেখানে সালমান খান, শিল্পা শেট্টি থেকে বলিউডের প্রথম সারির তারকাদের উপস্থিত থাকার কথা।

Related Articles

Leave a Reply

Back to top button