বিনোদুনিয়া

প্রথম বিবাহবার্ষিকীতে রাজকে যে উপহার দিলেন পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি রাজ ও পরীমনি’র রোববার ছিল প্রথম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনে রাজের জন্য কী উপহার রেখেছেন তা নিজেই জানালেন পরী।

বললেন, আজ আমার ও রাজের জন্য বিশেষ দিন। সন্ধ্যায় নিজে টিকিট কেটে রাজকে আমার সিনেমা, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেখাব। এটি বিবাহবার্ষিকীতে রাজের জন্য উপহার।’

এই তো কিছুদিন আগে রাজ পরীর সংসার ভাঙার দ্বারপ্রান্তে ছিল। শেষ পর্যন্ত সংসার ভাঙা থেকে নিজেরা বেরিয়ে এসে আবারও একে অপরের হাত ধরেছেন। দীর্ঘদিন পর শনিবার দুপুরে একসঙ্গে দেখা দিলেন তারা। সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিলেন পরীমনি ও শরীফুল রাজ।

উল্লেখ্য, ২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। তারপর ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। গত বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

Related Articles

Leave a Reply

Back to top button