খেলা

‘প্রথম’ ফাইনাল খেলতে ইংল্যান্ডে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ক্রিকেট দলের টেস্ট বহরের বড় অংশ ইংল্যান্ডে পৌঁছে গেছে। রোববার রাতে অকল্যান্ড থেকে সিঙ্গাপুর হয়ে লন্ডন পৌঁছেছে তারা। এই সফরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউইরা। এরপর রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল ম্যাচ।

আগামী ১৮ জুন সাউদাম্পটনে ভারতের বিপক্ষে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালটি। এর আগে স্বাগতিকদের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে কিউইরা। এই মিশনে ইংল্যান্ড যাওয়া কিউই দলকে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনের জন্য নিয়ে যাওয়া হয়েছে সাউদাম্পটনের আগাস বোলে। এখানেই হবে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, ইংল্যান্ডে পৌঁছে শুরু থেকেই যথাযথ করোনাবিধির মধ্যে ঢুকে গেছে ক্রিকেটার ও দলের অন্যান্য সদস্যরা।

পুরো সফরেই বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে কিউইদের। যাতে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমিয়ে রাখা যায়। সফরের প্রতিদিনই নিজ থেকে স্বাস্থ্য পরীক্ষা করতে বলা হয়েছে কিউই বহরের সবাইকে।

Related Articles

Leave a Reply

Back to top button