জাতীয়

প্রথম প্রহরেই শহীদ মিনারে জনতার ঢল

একুশের প্রথম প্রহরেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নেমেছিল শহীদ মিনারে।

একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠন ছাড়াও ছাত্র, যুব, নারী, শ্রমিক, শিশু-কিশোর সংগঠনসহ শত শত মানুষ সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষাশহীদের স্মৃতিতে।
এ সময় সবার পরনেই ছিল একুশ  ও  বর্ণমালা সম্বলিত সাদা কালো জামা। কালো ব্যাজ বা কালো জামা পরে একুশের আবহে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ। শহীদ বেদিসহ পুরো চত্বরই রাঙানো হয়েছে রক্তের লাল রঙে। শহীদ মিনার প্রাঙ্গনজুড়ে আঁকা হয়েছে আল্পনা। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে বায়ান্ন থেকে একাত্তরের বিভিন্ন প্রেক্ষাপটের চিত্র।

শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে পুরো এলাকা জুড়ে। নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।  সিসি ক্যামেরায় সর্বক্ষণ নজরদারি করবে আইনশৃঙ্খলা বাহিনী। শহীদ মিনারে প্রবেশ করতে হবে পলাশী দিয়ে। আর বেদীতে ফুল দিয়ে ফিরে যাওয়ার জন্য খোলা থাকবে দোয়েল চত্বরের রাস্তাটি।

Related Articles

Leave a Reply

Back to top button